1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চাঁদপুরের কচুয়া পৌরসভার ৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫

মোঃ রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া পৌরসভার জন্য ৮৭ লক্ষ ৭ হাজার ৮ শত টাকা উদ্বৃত্ত্ব রেখে ২০২৫-২৬ অর্থবছরের ৪১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৮ শত টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরীর বাজেট ঘোষণা করেন। বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।

প্রস্তাবিত বাজেটে সর্বমোট রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা এবং সর্বমোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি (বিভিন্ন প্রকল্প হতে)৩১ কোটি ৫ লাখ ৩৮ টাকা এবং উন্নয়ন সহায়তা ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৫৬ লাখ টাকা। ফলে বাজেটে ৮৭ লাখ ৭ হাজার ৮০০ টাকার উদ্বৃত্ত রয়েছে। এবারে বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি,কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন,সহকারী কাজী ফজলুল হক,হিসাবরক্ষক বেলায়েত হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লাহ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় গণমাধ্যমকর্মীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কচুয়া পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এই বাজেট বাস্তবায়ন করা হবে। পৌরসভার জনসাধারণের জীবনমানের উন্নতি ঘটবে। পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে।

তিনি আরও জানান, তিনি পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমানো হয়েছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকায় জনগণ সাময়িকভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সঠিক সময়ে প্রকল্পের কাজ বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ পৌরসভার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট