মোবারক হোসেন মহিন: দীঘিনালা(খাগড়াছড়ি)
খাগড়াছড়ি জেলা দীঘিনালা উপজেলায় মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬ টি, তাহার মাঝে হাচিন পুর উচ্চ বিদ্যালয় ও অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের আগের তুলনায় এবারের এসএসসি পরিক্ষার পাশের হার সর্বনিম্ম৷ হাচিনসন পুর স্কুলের এবারের পরিক্ষার্থী ১০৮ জন, নতুন পরিক্ষার্থী পাশ করেছে ১০ জন, ভোকেকেশনাল ১২ জন, রেফার ২০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। নতুন অংশ নেওয়া পরিক্ষার্থী ৭৯ জনের মধ্যে মানবিক শাখা থেকে ০৩ জন, ব্যবসায় শিক্ষায় ০৪ জন, বিজ্ঞান শাখা থেকে ০৩ জন পাশ করেছে ।
বৃহস্পতিবার(১০ জুলাই) ২০২৫ প্রকাশিত চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরিক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষাবোর্ড, হাচিনসন পুর ও অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার ফল বেশ নাজুক।
এই দুই স্কুলের এবারের ফল প্রকাশে শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছে।
কোন কোন অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এবারের নতুন পরিক্ষার কেন্দ্র করেছে হাচিনসন পুর স্কুল কতৃপক্ষ, কেন্দ্র করে শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে শিক্ষকদের ছিলো গাফিলতি ।
কেউ কেউ অভিযোগ করে বলেন, এই স্কুলের লেখাপড়ার মান আগের তুলনায় ফিরিয়ে আনতে জেলা, উপজেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর ভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
দীঘিনালা উপজেলার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফল: উদালবাগান উচ্চ বিদ্যালয় ৯৫.০০%, বাবুছড়া মুখ উচ্চ বিঃ ৯২.৭১%, বাবুছড়া উচ্চ বিঃ ৯২.৪৪%, বানছড়া উচ্চ বিঃ ৮৩.৫৪%, দীঘিনালা সরকারি উচ্চ বিঃ ৮৩.৩৩%, কামাকুছড়া উচ্চ বিঃ ৮২.০৫%, বড়াদম উচ্চ বিঃ ৮০.১৭%, উত্তর রেংকার্যা উচ্চ বিঃ ৭২.০০%, চংড়াছড়ি উচ্চ বিঃ ৬৯.৭০%, পাবলাখালী শান্তিপুর উচ্চ বিঃ ৬৪.১৮%, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিঃ ৫৬.৭৭%, চংড়াছড়ি এসইএসডিপি উচ্চ বিঃ ৫৫.২৬%, রেংকার্যা উচ্চ বিঃ ৫০.৯৮%, ছোট মেরুং উচ্চ বিঃ ৪৯.৭৭%, হাচিনসন পুর উচ্চ বিঃ ২৭.৭৮% ও অনাথ আশ্রম উচ্চ বিঃ ২৩.৬০% পাশ করেছে।
স্কুলের এমন পরিস্থিতির জন্য স্কুল কমিটি, শিক্ষকদের অবহেলা পরিক্ষার্থীদের মোবাইল আসক্তি, পরিবারের ঠিকমত স্কুলের তদারকি না করা ও কিছু শিক্ষকরা টিউশন কে ব্যবসায় পরিণত করা অন্যান্য কারণও থাকতে পারে। তাই সকলেই সচেতন হয়ে অতিরিক্ত নজর দিলে পরবর্তীতে ভালো ফলাফল আশা করা যেতে পারে।
জেলা শিক্ষা অফিসার ও শিক্ষা বোর্ডের শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করছি।
নামঃ মোবারক হোসেন মহিন
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
মোবাইলঃ ০১৮২৪৭২১৪৬১.