মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় রিক্সা চালকদের অধিকার ও স্বার্থ রক্ষায় গঠিত লামা রিক্সা চালক সমবায় সমিতি’র নতুন কমিটি গঠনের জন্য আজ অনুষ্ঠিত হলো বার্ষিক নির্বাচন। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ নির্বাচনে রিক্সাচালকসহ স্থানীয়রা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেন।
উৎসাহজনক অংশগ্রহণ শতাধিক সদস্য ভোটার তালিকায় নিবন্ধিত হয়ে প্রার্থীদের মধ্যে থেকে পছন্দের নেতৃত্ব বেছে নেন।
প্রার্থীদের প্রতিযোগিতা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদে প্রার্থীরা তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ছিল বলেই জানান ভোটাররা।
সমিতির উপদেষ্টা বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানির সার্বিক সহযোগিতায় এই সমিতি সুসংগঠিত হয় তারই ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের আয়োজন করা করাহয়।
আইয়ুব আলী কোম্পানির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নতুন কমিটি গঠিত হলে আমাদের ভাড়া নিয়ন্ত্রণ, রিক্সা স্ট্যান্ডের ব্যবস্থাপনা এবং চিকিৎসা সহায়তা পেতে সুফল মিলবে।এই নির্বাচন রিক্সাচালকদের ঐক্য ও উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে।
তিনি আরো বলেন,
নতুন কমিটি রিক্সাচালকদের জন্য বীমা সুবিধা, ঋণ সহায়তা এবং যানজট নিরসনে সমন্বিত নীতি প্রণয়নে কাজ করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের বক্তব্যে একজন বলেন,
লামার রিক্সাচালকদের এই গণতান্ত্রিক উদ্যোগ স্থানীয় সমবায় আন্দোলনের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।