মোঃ রাকিব হাসান ( পঞ্চগড় জেলা প্রতিনিধি)
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত, গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে ,শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে পঞ্চগড় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকাল ৪ টায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রদক্ষিণ শেষে শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক সভাপতিত্বে বক্তৃতা দেন। সঞ্চালনা করেন রোকনুজ্জামান জাপান,সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল পঞ্চগড়।বক্তব্য রাখেন,ফরহাদ হোসেন আজাদ,পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন এম এ মজিদ,যুগ্ন আহবায়ক জেলা বিএনপি।মির্জা নাজমুল ইসলাম কাজল,যুগ্ন আহ্বায়ক জেলা বিএনপি। রুবেল পাটোয়ারী,সদস্য জেলা বিএনপি পঞ্চগড় সহ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি,জাহিদুল ইসলাম রাসেল।সিনিয়র যুগ্ন সম্পাদক,মোস্তফা কানন,যুগ্ন সম্পাদক,মিশু ইসলাম,সাংগঠনিক সম্পাদক,জুয়েল রানা,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নুর ইসলাম ডাবলু প্রমুখ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, আজকের এই প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের ক্ষেত্র নয়। গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষার পরিবেশ ধ্বংস করার যে চক্রান্ত চলছে, ছাত্রদল তার দৃঢ় প্রতিবাদ জানায়। আমরা চাই শান্তিপূর্ণ, নিরাপদ এবং জ্ঞানচর্চার উপযোগী পরিবেশ। শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা নয়, হোক মূল্যবোধ ও মেধার চর্চা।