মো: বেলাল হোসেন, দিনাজপুর
॥ ১৫ জুলাই ২০২৫, জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর-এ দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সমমনা এনজিও, দিনাজপুর কর্তৃক আয়োজিত দিনাজপুর জেলা শিশু কল্যাণ নেটওয়ার্ক গঠন ও সমঝোতা চুক্তি স্বাক্ষর বিষয়ক সভা-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিনাজপুর জেলা শিশু সুরক্ষা ও কল্যাণ বিষয়ক অ্যাডভোকেসি নেটওয়ার্ক-এর অর্ন্তভূক্ত প্রতিষ্ঠান গুলোর মধ্যে শিশুকল্যাণে সমঝোতা স্মারকের উদ্দেশ্যে পারস্পারিক দায়িত্ববোধ আলোচনা সভায় দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপপরিচালক, স্থানীয় সরকার বলেন, শিশু সুরক্ষা ও শিশুর কল্যানে ওয়ার্ল্ড ভিশনসহ স্থানীয় যে সব সংগঠন ঐক্যমতের মাধ্যমে দিনাজপুর জেলা শিশু কল্যাণ নেটওয়ার্ক গঠন করেছেন এবং পারস্পারিক দায়িত্ববোধ নিশ্চিত করেছেন এজন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আশা রাখছি পরবর্তী সভায় এই নেটওয়ার্ক সমঝোতা চুক্তির মাধ্যমে আরো মজবুত হবে। এছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি, কারিতাশ বাংলাদেশ, দিনাজপুর অঞ্চল, মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র, পল্লী শ্রী, আর ডি আর এস বাংলাদেশ, সিডিএ, আশা, ব্রাক, উদয়মান সমাজকল্যাণ সংস্থা, ইএসডিও, টিআইবি, উত্তর বাংলা শিশু উন্নয়ন প্রকল্প, সিডিডি, দিপ্তী ফাউন্ডেশন, দিনাজপুর এর প্রতিনিধিবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাস, পলাশ ক্রুশ, ও শিশির রোজারিও।