1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও সৌন্দর্য বর্ধনে উচ্ছেদ অভিযান: জনমনে স্বস্তি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গল পৌরসভা এক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড থেকে এই অভিযান শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিচালিত হয়।
শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
অভিযানের বিস্তারিত
অভিযান চলাকালে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, ভানুগাছ রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড এবং মৌলভীবাজার রোডে ফুটপাত ও রাস্তার উপর অবৈধভাবে স্থাপিত সকল দোকানপাট, ভ্যানসহ ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছিল এবং যানজটের সৃষ্টি হচ্ছিল।
পৌর কর্তৃপক্ষের বক্তব্য
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, “চায়ের রাজধানী” হিসেবে পরিচিত শ্রীমঙ্গল শহরকে যানজটমুক্ত রাখা এবং এর সৌন্দর্য রক্ষায় এই অভিযান একটি চলমান প্রক্রিয়ার অংশ। তিনি বলেন, পৌরসভার প্রশাসক মো. ইসলাম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফুটপাতে মানুষের চলাচলে বাধা সৃষ্টিকারী এবং রাস্তা দখল করে বসানো অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও অবৈধ দখলদার এবং ফুটপাতে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে শহরের সৌন্দর্য রক্ষা ও যানজট নিরসনের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া
এই উচ্ছেদ অভিযানকে সাধারণ পথচারী এবং সুশীল সমাজের ব্যক্তিরা স্বাগত জানিয়েছেন। সড়কের পাশে ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদের ফলে শহরের পরিবেশ উন্নত হবে এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে তারা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট