বারকুল্লাহ ইসলাম (বারেক) নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামে একটি ছাগলের খামার থেকে মোরশিদা খাতুন (২০) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোধড়া গ্রামের মোছা. জোহরা বেগমের মালিকানাধীন ছাগলের খামারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোরশিদা খাতুন দাইরপাড়া গ্রামের মো. সাদ্দাম মন্ডলের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সকালে সাদ্দাম মন্ডল খামারের ছাগলের জন্য ঘাস সংগ্রহে বাইরে যান। কিছুক্ষণ পর তার বাবা আলাউদ্দিন মন্ডল খামারে খাবার পৌঁছাতে গিয়ে দেখতে পান, পুত্রবধূ মোরশিদা খামারের একটি তিরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহটি নিচে নামান।
পরিবারের দাবি, মোরশিদা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানান তারা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।