মো.জাহিদ হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে নিহত সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক সচেতন যুবসমাজ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের খতিব ও মসজিদের ইমাম মাওলানা ওয়ালীউল্লাহ।
প্রার্থনায় দেশের শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ছাত্রদের ন্যায়সঙ্গত আন্দোলনের সফলতা কামনা করা হয়। সেইসঙ্গে আন্দোলনে আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য লাভ ও নতুন প্রজন্মের মাঝে ন্যায়বোধ ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়ার জন্য দোয়া করা হয়।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ হওয়া দেশপ্রেমিক ভাইদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের পথ ধরেই আমরা সামনে এগিয়ে যাবো স্বাধীনতা, গণতন্ত্র এবং ছাত্র অধিকারের পক্ষে।”
আয়োজকরা আরও বলেন, “দোয়া ও মিলাদের মাধ্যমে শহিদদের স্মরণ যেমন করা হয়েছে, তেমনি শিক্ষার্থীদের মাঝে একটি নৈতিক ও আদর্শিক বার্তাও পৌঁছানো হয়েছে।”