চন্দ্র গঞ্জ, লক্ষীপুর নিজশ্ব প্রতিনিধি
বন্যা পরবর্তী রাস্তা মেরামত করা।
চন্দ্র গঞ্জ থানার অন্তর্গত চন্দ্র গঞ্জ বাজার হইতে মোস্তফার দোকান হয়ে, পাঁচ পাড়া জৈদের পুকুর পাড় সড়ক যেন মৃত্যুপুরি, সড়ক। LGRD বরাবর দরখাস্ত দিয়ে বারবার কোন কাজ হচ্ছে না। এখানে প্রতিদিন পাঁচ শতাধিক ছাত্র ছাত্রী বিভিন্ন স্কুল, কলেজ , বিশ্ব বিদ্যালয়ের প্রতিদিন য়াতায়ত করে। ১০/ ১২ হাজার বিভিন্ন যানবাহন চলাচল করে। ভুক্তভোগী ছাত্র ছাত্রীর অভিবাবক গন, বিভিন্ন সময়ে রোড এক্সিডেন্ট কথা বলে কান্নাকাটি করেন।তাই অতি দ্রুত এই সড়ক মেরামতের জন্য আকুল আবেদন জানান, সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নিতে আবেদন জানান।