মোবারক হোসেন মহিন:দীঘিনালা(খাগড়াছড়ি):
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বিদ্যুৎ নিয়ে দূর্নীতি, ঘুষ বাণিজ্য, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, নিম্নমানের বল্টেজ ও বিদ্যুৎ সুবিধার চরম অবনতি হওয়ায় বিক্ষোভ মিছিল করেছে দীঘিনালা সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ।
রবিবার (২৭-জুলাই) দুপুর ২:৩০ ঘটিকায় দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সামনে হলুদ চত্বরে বৃষ্টি উপেক্ষা করে দীঘিনালার দুই শতাধিক ভুক্তভোগী বিক্ষোভ মিছিল করে ।
বিক্ষোভ মিছিলে বোয়ালখালী বাজার সহ দুর দুরান্তের সাধারণ ভুক্তভোগীরা বৃষ্টিতে ভিজে ছুটে চলে আসেন বিক্ষোভ মিছিলে।
এই সময় বিদ্যুৎ এর অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে হলুদ চত্বর ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভুক্তভোগী মোবারক হোসেন মহিন বলেন: বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা মিটার না দেখেই বিদ্যুৎ বিল করেন ও অনভিজ্ঞ দুর্নীতিবাজ অফিসার গুলোই খাগড়াছড়ি বিদ্যুৎ অফিসে আছে, তিনি আরো বলেন, দীঘিনালা বিদ্যুৎ অফিসের দুর্নীতি এত চরম পর্যায়ে গিয়েছে যে তারা গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্টে উপার্জিত অর্থ আত্মসাৎ করতে দ্বিধাবোধ করেনা। দীঘিনালাতে বিদ্যুৎ থাকার চাইতে যায় বেশি।
ভুক্তভোগী হাফেজ মাওলানা মো. রুহুল ইসলাম বলেন, “আমার মিটারের রিডিং অনুযায়ী যে বিল হওয়ার কথা, তার চেয়ে ২২০০ ইউনিট
ভুক্তভোগী আশরাফুল ইসলাম বলেন: খাগড়াছড়ির দুর্নীতিবাজ অফিসারেরা আমাদের উপর জুলুম করে পদন্নোতি ও পুরস্কার নেয়।
দীঘিনালা উপজেলার সাথে লংগদু উপজেলা ও বাঘাইছড়ি উপজেলার সংযোগ রয়েছে, হালকা ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ অফিসের দায়িত্বে থাকা অফিসাররা নানান অজুহাত দেখিয়ে ইচ্ছে করে সংযোগ দেয় না, কখনো কখনো ৩-৫ দিনেও বিদ্যুৎ মেলেনা মানুষের, তাতে নানান জটিলতায় পড়তে হয় মানুষ কে ।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে দীঘিনালা বিদ্যুৎ অফিসের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী জনগণ।
নাম: মোঃ মোবারক হোসেন মহিন
দীঘিনালা(খাগড়াছড়ি) প্রতিনিধি
মোবাইল: ০১৮২৪৭২১৪৬১
দীঘিনালা/খাগড়াছড়ি