
শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)
মোংলা উপজেলা চিলা ইউনিয়ন বৈদ্যমারি বাজার বিএনপি কর্তৃক আয়োজিত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আজকের এই গৌরবময় বিজয় দিবসে আসুন আমরা সবাই জনসাধারণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি। আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা তখনই সার্থক হবে, যখন আমরা ন্যায়, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে পারব।
দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা—এগুলোই হোক আমাদের বিজয় দিবসের অঙ্গীকার।
ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
আসুন, বিজয়ের এই দিনে আমরা শপথ করি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখব।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মংলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ফকির।
আরো ও উপস্থিত ছিলেন চিলা ইউনিয়নের বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রা।