মোছাদ্দেক সৈকত,স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পরদিন বিকেলে ওই যুবকের বাড়িতে উত্তেজিত জনতা হামলা চালায়।
জানা যায়, ২৫ জুলাই রাতে অভিযুক্ত যুবকের ফেসবুক পোস্ট ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ধর্মপ্রাণ মুসল্লিরা বিষয়টি থানায় অবহিত করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
সচেতন মুসল্লি ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান। তবে ২৬ জুলাই বিকেলে দূরদূরান্ত থেকে মানুষ এসে অভিযুক্তের বাড়িতে হামলা চালায় এবং বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কেউ যেন আইন নিজের হাতে না নেয়, সে বিষয়ে আমরা সতর্ক আছি।”
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।