1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

স্ত্রীর পরকীয়ার জেরে সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করলেন শিক্ষক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সোহাগ তালতলী উপজেলা প্রতিনিধি।


পারিবারিক কলহ এবং স্ত্রীর পরকীয়ার জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছেন একজন স্কুল শিক্ষক। পরে নিজেও করেছেন আত্মহত্যা।

গতকাল শনিবার (২ আগস্ট) এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির নাম অলপেশভাই কান্তিভাই সোলাঙ্কি। ঘটনার পর সন্দেহভাজন নারী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোলাঙ্কির ভাই বলেন, ‘‘তার ভাইয়ের স্ত্রী ফাল্গুনিভাইয়ের সঙ্গে নরেশ কুমার নামে এক ব্যক্তির বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। এ কারণে তার ভাই চরম মানসিক চাপে ছিলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন।”

সুরাটের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) বিজয় সিং গুজর বলেন, “অলপেশভাই কান্তিভাই সোলাঙ্কি তার স্ত্রীর ফোন রিসিভ না করায় তিনি (স্ত্রী) বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে আত্মীয়স্বজনদের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন দুই সন্তানসহ অলপেশভাই মৃত অবস্থায় পরে আছেন।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ৫-৬ পৃষ্ঠার আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি ডায়েরি এবং নিহত ব্যক্তির মোবাইল থেকে কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে। বিগত ১-২ মাস ধরে ডায়েরিতে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে নোট লিখে রাখছিলেন আলপেশভাই। দুই ডায়েরির মধ্যে একটিতে তিনি কেবল তার স্ত্রীকে উদ্দেশ্য করে সমস্ত তথ্য বিস্তারিতভাবে লিখে রাখেন।

পুলিশ আরো জানিয়েছে, পরকীয়াকে কেন্দ্র করে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট