পিরোজপুর জামায়াত ইসলাম!
২৪ শে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে গণজমায়েত ও বনাঢ্য র্যালি ২৫ নেছারাবাদ (পিরোজপুর)। ৫ আগস্ট ২০২৫ ইং মঙ্গলবার সকাল ৯ টায় স্বরূপকাঠি পৌরসভা ভবন চত্বর। প্রধান অতিথি :পিরোজপুর দু আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব মোঃ আলহাজ্ব শামীম সাঈদী। এবং ছারছীনা দরবারের ছোট সাহেব জনাব মোঃ আরিফ বিল্লাহ সিদ্দিকী। উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অন্যান্য দায়িত্বশীলেরা। সভাপতিত্ব করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ (আমির বাংলাদেশ জামাত ইসলাম নেছারাবাদ উপজেলা) জনাব মোঃ শামীম সাঈদী বলেন আমরা চাঁদাবাজি করিনা কাউকে করতেও দিব না বাংলাদেশে কোন দুর্নীতিবাজের প্রশ্রয় হবে না। এক আবু সাঈদ বুক পেতে দিয়েছে আমরা হাজার আবু সাঈদ বুক পেতে দেওয়ার জন্য প্রস্তুত।যারা বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে এবং বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে উন্নয়ন না করে টাকা মেরে দিয়েছে। এই ডাকাত গুলিকে আইনের আওতায় আনা হবে। এবং তিনি আরো বলেন :সংখ্যালঘু বলতে কিছু নেই হিন্দু মুসলিম সবাই বাংলাদেশী আমরা সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে সোনার বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। সর্বশেষ তিনি বলেন :আপনারা দাঁড়িপাল্লায় রায়দিন, আপনাদের সেবা করার সুযোগ দিন।
মো:রিয়াজুল ইসলাম
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি।
৫ আগস্ট ২০২৫