আসাদুজ্জমান,কুড়িগ্রাম প্রতিনিধি:
০৫-০৮-২০২৫ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল ৫ টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি গণমিছিল বের করেন এনসিপি কুড়িগ্রাম জেলার শাখা নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাহমুদুল হাসান জুয়েল, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এম রশীদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামসন তমাল, জাতীয় শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মমিনুর রহমান প্রমুখ।
সংগঠনের প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া বলেন, ফ্যাসিবাদ তাড়ানোর এক বছর পেরিয়ে গেলেও এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা তৎ পেতে আছে সুযোগের। তাই প্রশাসনকে শক্ত হাতে এদের দমন করতে হবে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই সরকার শহীদের রক্তের উপর দাড়িয়ে আছে, তাই সরকারকে বলবো শহীদের রক্তের সাথে কখনো বেইমানী করবেননা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার ছাড়া কোন নির্বাচন দেবেন না।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাওলানা দিনার মিনহাজ, সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।#
আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০১৮১৮৬৮৫৪০৮