বিক্রম হুসাইন কাব্য ( চুয়াডাঙ্গা) :
৩৬ জুলাই উপলক্ষে জীবননগরে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আনন্দ র্যালি এবং সন্ধ্যায় মুক্ত মঞ্চে “জুলাই প্রদর্শনী”।
বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে জীবন আখ সেন্টারে গিয়ে শেষ হয়। এতে জীবননগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
একই দিন আলাদা আলাদা ব্যানারে খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক কর্মসূচি পালন করে।
এছাড়াও “ছাত্র-জনতা” ব্যানারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় মুক্ত মঞ্চে “জুলাই প্রদর্শনী”। এতে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, ৩৬ জুলাই নিয়ে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করে থাকে।