মোঃ হাফিজুর রহমান( উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল )
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ১ মধুপুরে- ধনবাড়ী আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর খেজুর গাছ মার্কা র প্রতীকে মনোনীত প্রার্থী শাইখুল হাদিস মুফতি আব্দুল বাসেত কাসেমী, মধুপুরও ধনবাড়ির বিভিন্ন পয়েন্টে কর্মীসভা ও পথসভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৬আগস্ট ২০২৫) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে টাঙ্গাইল ১ মধুপুর – ধনবাড়ী আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছ মার্কার প্রতীকে মনোনীত প্রার্থী শাইখুল হাদিস মুফতি আব্দুল বাসেত কাসেমীর কর্মী সমর্থকের কর্মীসভা ও বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় উপস্থিত ছিলন, টাঙ্গাইল ১ মধুপুর ও ধনবাড়ী আসনের সংসদ সদস্য প্রার্থী শাইকুল হাদিস মুফতি আব্দুল বাসেত কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আরোও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খান,
টাঙ্গাইল জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শরীফুল ইসলাম কাসেমী, ছাত্র জমিয়ত গাজীপুর মহানগরের সভাপতি মাওলানা শাহাদাত খান। আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ও মধুপুর ধনবাড়ীর সিনিয়র নেতৃস্থানীয় নেতৃবৃন্দ। উক্ত পথসভাটি গোলাবাড়ি হতে যাত্রা শুরু করে মধুপুর, ডিগ্রী কলেজ হয়ে মালা উড়ি দিয়ে মধুপুর আনারস চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় সিনিয়র নেতৃবৃন্দ সহ সকলে বৃষ্টিতে ভিজে তাদের সভার কার্যক্রম অব্যাহত রাখেন।
পরে মুধুপুর হতে ধানবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এবং বিভিন্ন বাজারে পথ সভা করেন। এবং ধনবাড়ির বিভিন্ন সড়ক প্রতিক্ষণ করেন।এবংএকটি সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। এ সময় আব্দুল বাসেত কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুর গাছ মার্কার প্রতীকে ভোট প্রার্থনা করেন। সভার শেষে দেশ ও জাতির মঙ্গলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের সরণ করে একটি সংক্ষিপ্ত মোনাজাত করেন। সভার কার্যক্রম সমাপ্তি করেন।