মোঃ মাহবুবুর রহমান সোহেল স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) ব্যতিক্রমধর্মী উদ্যোগে “আমার পুলিশ, আমার দেশ – বৈষম্যহীন বাংলাদেশ” এই মানবিক শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত কোনাবাড়ী থানার আয়োজনে অনুষ্ঠিত হলো উন্মুক্ত জনসম্পৃক্ততা অনুষ্ঠান ‘ওপেন হাউজ ডে–২০২৫’।
কোনাবাড়ীর নতুন বাজার এলাকার এম এম মাঠে অনুষ্ঠিত এই জনসভাটি স্থানীয় জনগণের সরব অংশগ্রহণে রূপ নেয় এক প্রাণবন্ত গণআন্দোলনে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানটি ছিল সময়োপযোগী ও প্রাসঙ্গিক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল হাসান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ – উত্তর বিভাগ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন:
“পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও পারস্পরিক যোগাযোগ গড়ে তোলার এই প্রয়াস অব্যাহত থাকবে। অপরাধ দমন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”
এই ওপেন হাউজ আলোচনায় অংশ নেন এলাকার জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, নারী-পুরুষ, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, ছাত্র ও শিক্ষক এবং শ্রমজীবীসহ গণমাধ্যমকর্মীরা।
স্থানীয়রা সরাসরি পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন তাদের নানা অভিযোগ, অভিজ্ঞতা ও নাগরিক সমস্যা।
বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, জুয়া, পারিবারিক সহিংসতা, সন্ত্রাস ও চাঁদাবাজি—এই সব সামাজিক ব্যাধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
পুলিশ কর্মকর্তারা মনোযোগ সহকারে সব বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু অভিযোগের প্রতিকার ও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। জনগণের সহযোগিতার ভিত্তিতেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ওসি’র বার্তা: উঠান বৈঠকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাবে
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহ উদ্দিন বলেন,
“ওপেন হাউজ ডে শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি কার্যকরী মাধ্যম। আমরা খুব শীঘ্রই প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক শুরু করব।”
তিনি আরও বলেন,
“জনগণের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। পুলিশ জনগণের, জনগণও পুলিশের অংশীদার।
অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বলেন,
“এ ধরনের উন্মুক্ত আয়োজন পুলিশ ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানটি ছিল এক অনন্য উদ্যোগ, যা সাধারণ মানুষের অংশগ্রহণে পুলিশের সেবাকে আরও জনবান্ধব, কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলেছে।
‘ওপেন হাউজ ডে–২০২৫’ কেবল একটি অনুষ্ঠান নয়; এটি ছিল পুলিশ ও জনগণের সম্পর্ক পুনর্গঠনের এক মাইলফলক উদ্যোগ। এই আয়োজন প্রমাণ করে—জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে, অপরাধ ও অনিয়মমুক্ত একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন সম্ভব।