মোঃ রাকিব হাসান (পঞ্চগড় জেলা প্রতিনিধি):
পঞ্চগড় সদর উপজেলার প্রাণকেন্দ্র সিনেমা হল মার্কেট এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন জাবেদ উমর জয় (১৮) নামে এক ছাত্রদল কর্মী।
বুধবার (৬ আগস্ট) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জয় পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা ও জহিরুল ইসলামের ছেলে। চলতি বছর তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পাশাপাশি স্থানীয় একটি ফলের দোকানে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতেন এবং পৌর ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য ছিলেন।
পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে নতুনবস্তি-খালপাড়া এলাকার দুই তরুণ—আল আমিন ও পারভেজের বিরুদ্ধে। ঘটনার পরই শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, নিহতের স্বজন ও এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আটটার কিছু পরে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেট এলাকায় কয়েকজন তরুণের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওই তরুণদের মধ্য থেকে কেউ বা কয়েকজন জাবেদ উমর জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তার পেটে আঘাত লাগে বলে জানা গেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। তবে রংপুর নেওয়ার পথে মাঝপথেই তাঁর মৃত্যু হয়।
জয়’র মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পুরাতন ক্যাম্প, নতুনবস্তি ও শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ রাতে গণমাধ্যমকে জানান, “আমরা রাত পৌনে ৯টার দিকে খবর পাই যে সিনেমা হল মার্কেট এলাকায় এক তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন।
পরে জানতে পারি, তাঁর নাম জাবেদ উমর জয়। রংপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আল আমিন ও পারভেজ নামের দুই তরুণের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ এসেছে।”
তিনি আরও বলেন, “ঘটনার পরপরই নিহতের মরদেহ স্বজনরা নিজ বাড়িতে নিয়ে যায়। দ্রুত ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে।
একই সঙ্গে শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। সকাল ১০ টা থেকে পঞ্চগড় শহরে রাস্তা অবরোধ করে রেখেছে সাধারণ জনগণ। এবং সাধারণ জনগণ খুনিদের আইনের আওতায় আনার জন্য জোরদা দাবি করে ।