1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা, বিএমএসএফের ক্ষোভ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সোহাগ তালতলী উপজেলা প্রতিনিধি।


গাজীপুরে ভয়াবহ নৃশংসতায় খুন হলেন এক সাংবাদিক। দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে নেমে এসেছে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, “রাষ্ট্র যেখানে সাংবাদিকদের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করে, সেখানে একের পর এক সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় রাষ্ট্রযন্ত্রের নিস্ক্রিয়তা চরম উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, “আজ আমরা স্বাধীনতা অর্জনের পঞ্চাশ বছর পার করেছি। অথচ সেই স্বাধীন দেশে সাংবাদিকদের নিরাপত্তা নেই। তাহলে কি আমরা ভুল স্বাধীনতা অর্জন করেছি? যে সংবিধান রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে রক্ষা করতে পারে না, সেই সংবিধানকেই প্রশ্নবিদ্ধ হতে হয়।”

এই হত্যাকাণ্ডের একদিন আগেই, গাজীপুরেই আরেক সাংবাদিক আনোয়ার হোসেন—যিনি বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি—তাকে প্রকাশ্যে ইট দিয়ে থেঁতলে গুরুতর আহত করা হয়। ঘটনাটি ঘটে থানা পুলিশের সামনেই, অথচ পুলিশ ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়।

তারপরের দিন, বৃহস্পতিবার সন্ধ্যায়ই ঘটে যায় আরও ভয়াবহ ঘটনা—আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়।

বিএমএসএফ-এর বিবৃতিতে আহমেদ আবু জাফর অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন, “দুষ্কৃতিকারীদের আইনের আওতায় না আনা হলে, এটি সাংবাদিক নির্যাতনের নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। রাষ্ট্রের এই চুপ করে থাকা অবস্থান সাংবাদিকদের জন্য মৃত্যুঘণ্টা বয়ে আনছে।”

এ ঘটনায় গাজীপুরের সাংবাদিক ও সচেতন মহলের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা অবিলম্বে বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট