
মোঃ রায়হান মিয়া,কচুয়া চাঁদপুর প্রতিনিধি।
মহান জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে ও
মাদকের ভয়াল থাবা থেকে চাঁদপুরের কচুয়ার
যুবকদের রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে প্রীতি ফুটবল ম্যাচ আলোচনা সভার আয়োজন করে আকানিয়া আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠন।
বুধবার কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়া মোড়ে এলাকার যুবকদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে খেলাধুলায় মনোযোগী করার লক্ষ্যে এবং গ্রামের বয়স্ক পুরুষদের মধ্যে রশি টানাটানি খেলাসহ বিভিন্ন ধরনের ব্যতিক্রমী আয়োজন করে
আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠন।
খেলাধুলা শেষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি শাহ আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইনের পরিচালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাবেক শিক্ষক লোকমান শেখ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়াজী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম,আলোর দিশারী সংগঠনের সভাপতি হাজী হারুন, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসাইন, কচুয়া মিয়াজী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির চেয়ারম্যান শফিক মিয়াজী,সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,কোষাধ্যক্ষ আব্দুল হাই এবং দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আলাউদ্দিনসহ আরো অনেকে ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে সুস্থ ও সচেতন জীবনধারার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প
এ ধরনের ব্যতিক্রমীধমী আয়োজনটি এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।