 
																
								
                                    
									
                                 
							
							 
                    
গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়ানঘাট উপজেলার১১নং মধ্য জাফলং ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের উপর
পূর্বশত্রুতার জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।
ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ বলেন,
গত ২৮ জুলাই ২০২৫ ইং সোমবার বিকাল ৫ ঘটিকায় ডা: ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামপুর এফসিএস বনাম পান্তমাই ফুটবল একাদশের মধ্যে খেলা চলাকালে একটি অনাঙ্ক্ষিত সংঘর্ষ হয় আর এই সংঘর্ষ থামানোর জন্য আমি নিজ থেকে আপ্রাণ চেষ্টা করি। উক্ত খেলার সংঘর্ষকে কেন্দ্র করে ২৬ জনের উপর মামলা দায়ের করা হয়। কিন্তু একটা কুচক্রী মহল আমার নামটাও এই মামলায় উল্লেখ করে দেওয়া হয়। এটা সম্পূর্ণ ষড়যন্ত্রে আমি স্বীকার। আমি চাই উক্ত সংঘর্ষের ভালো করে তদন্ত হউক। কিন্তু আমার মতো নির্দোষ এই মামলায় রয়েছেন আমাকেসহ তাদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করা হউক।