সাহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে সড়কের উপর সন্তান জন্ম দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) দুপুরে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ওই নারী হঠাৎ প্রসব বেদনায় কাতরাতে থাকেন। খবর পেয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ দ্রুত ব্যবস্থা নেন। পথচারী এক মহিলার সহায়তায় সড়কেই নিরাপদে নবজাতকের জন্ম হয়।
সিএমপির ট্রাফিক সার্জেন্ট জাহিদুর রহমান জানান, দুপুর ১২টার দিকে দেওয়ানহাট ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে কনস্টেবল মহিউদ্দিন ওই নারীকে ব্যথায় কাতরাতে দেখেন। তাৎক্ষণিকভাবে সহায়তা করে নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়। পরে মা ও নবজাতককে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দুজনই সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়। মানবিক এই উদ্যোগে ট্রাফিক পুলিশের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।