 
																
								
                                    
									
                                 
							
							 
                    
আশরাফুল ইসলাম আশিক উপজেলা প্রতিনিধি
গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় সারাদেশের মতো শ্যামনগর উপজেলা ও নেমে এসেছে তীব্র প্রতিবাদের ঝড়।
আজ ৯ই আগস্ট রোজ: শনিবার সকাল ১০টায়, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিকরা ও ‘মব ভায়োলেন্স থামাও’ ও ‘সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই’ এই দাবিতে, শ্যামনাগর বাসস্ট্যান্ডে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজ ও মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন আঘাত।” তারা আরও বলেন, “যারা সাংবাদিকদের মুখ বন্ধ করতে চায়, তারা মূলত সত্য ধামাচাপা দিতে চায়। তাদের রুখতেই হবে।” মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব সামিউল আলম মনির , উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি জনাব বিল্লাল হোসেন, এ ছাড়া অনেক সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন , ‘সাংবাদিকরা বলেন্ আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি সত্য ও গণমাধ্যমের ওপর বর্বর আঘাত। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৩ জন সাংবাদিককে খুন করা হয়েছে, অধিকাংশ হত্যাকাণ্ডের বিচার হয়নি।’তিনি তুহিন হত্যার দ্রুত তদন্ত, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়নের দাবি জানান। উপজেলা প্রেসক্লাবের সভাপতি, জনাব সামিউল অলম মনির হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার না হলে আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।
বক্তারা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার না হলে দেশে স্বাধীন সাংবাদিকতা টিকবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।”
এসময় বক্তারা ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন, সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,শ্যামনগর সাংবাদিক ক্লাব এর সভাপতি, জনাব মনিরুজ্জামান মিশুক, স্বাধীন সূর্যোদয় স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ বাহার,উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম আশিক