মোঃ হাফিজুর রহমান উপজেলা প্রতিনিধি
মধুপুর টাংগাইল শনিবার (৯ আগস্ট২০২৫) বিকাল ৫ ঘটিকার সময় মধুপুর – ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে মধুপুর আনারস চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মধুপুর – ধনবাড়ী
প্রেসক্লাবের সভাপতি, স্বাধীন বাংলা নিউজ টিভি সম্পাদক এস, এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে
বক্তব্য রাখেন বাংলাদেশ অপরাধ পর্যবেক্ষণ এর মধুপুর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জনাব মোঃ গোলাম কিবরিয়া, আরো বক্তব্য রাখেন, মধুপুর – ধনবাড়ী প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন আকাশ,
সহ সভাপতি প্রিন্স এডওয়ার্ড মাংসাং, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাম চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক মোঃ আবুল হোসেন রানা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য কে. এম তৈয়ব আলী হিরা,
মোঃ হাফিজুর রহমান সহ আরো অনেকেই, এ সময় উপস্থিত ছিলেন মধুপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলকামা
শিকদার , মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক পলাশ মধুপুর – ধনবাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদ সরকার
কোষাধক্ষ্য জালাল উদ্দিন, ক্রিডা বিষয়ক সম্পাদক মোঃ রিপন, মিজানুর রহমান মাসুদ, নিরঞ্জন আর্য সহ আরো অনেকেই ।
বক্তারা বলেন, গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাংবাদিকরা উদ্বিগ্ন। এমন নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতিকে হতাশ করেছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রশ্নবিদ্ধ করেছে শাসন ব্যবস্থাকে। তাই, হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সাংবাদিকসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের নাগরিকের জান-মাল সুরক্ষার দায়িত্ব সরকারের।
সুতরাং কঠোর হাতে এসমস্ত সন্ত্রাসী – খুনিদের দমন করতে হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন