 
																
								
                                    
									
                                 
							
							 
                    
শফিকুল ইসলাম মাসুদ মুহাম্মাদ রাকিব, পটুয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আন্দোলনের সময় ছোট ছোট দলের একে অপরের ব্যানার ব্যবহার করা হলেও এখন সংসদে সুযোগ না দেওয়া অবিচার ও বৈষম্য। জাতীয় সরকারের মূল রূপরেখা হওয়া উচিত পিআর পদ্ধতি, যেখানে বড়, মাঝারি ও ছোট সব রাজনৈতিক দল জনগণের ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্ব করবে। এতে জোর করে ক্ষমতায় ঢোকার সুযোগ থাকবে না এবং ভোটাররা সরাসরি সিদ্ধান্ত নিতে পারবে।
সোমবার (১১ আগস্ট) দুপুর ১টায় পটুয়াখালী শহরের মল্লিকা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলে
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় বলেছে—পিআর পদ্ধতির মাধ্যমে বৈষম্যের অবসান ঘটিয়ে সুন্দর নির্বাচন আয়োজন করতে হবে। পিআর ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়।
তিনি সতর্ক করে বলেন, “ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড তৈরি ও বিচার ব্যবস্থায় সংস্কার ছাড়া আরেকটি নির্বাচন হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্ব দিতে হবে। বর্তমানে তোষামোদকারী কর্মকর্তাদের প্রাধান্য দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হচ্ছে—তারা ভালো নির্বাচন চান না কিংবা করতে পারবেন না।”
সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও মতবিনিময় সভায় অংশ নেন।