পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
১২ আগস্ট/২৫’প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্য কে সমনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়েছে।
জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর একাডেমিক ভবনের সামনে বৃক্ষরোপনের মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করেন, জয়পুরহাট জেলা প্রশাসক
আফরোজা আকতার চৌধুরী।
জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমানের
সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন যুব সংগঠনের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের একাডেমিক ভবনে এসে
সমাপ্ত হয়।