মোঃ মেহেদী হাসান রানা ঢাকা প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফরিদ উদ্দিন।
লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। গত রোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদ উদ্দিনের কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সহযোগী নাঈমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ফরিদ উদ্দিনের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক আইনের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারিদের আশ্রয় দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর কেন্দ্রীয় যুবদল এক বিবৃতিতে ফরিদ উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।