(পটুয়াখালী জেলা প্রতিনিধি)
পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতির পদ থেকে আফরোজা(সীমা)বেগমকে অব্যাহতি।
চাঁদাবাজি, দমনপীড়নসহ দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা’কে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আফরোজা সীমা’কে দলীয় সকল দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি “আনোয়ারা খানম’কে” ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন,একইসাথে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।