1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে জয়পুরহাটে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ


১২ আগষ্ট/২৫বাংলাদেশ কিডারগার্টেন অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বাংলাদেশ কিডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে জয়পুরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটি দাবি করে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তারা বলেন, বৃত্তি নেওয়া বৈষম্য নয়, সমান সুযোগ পাওয়া সকল শিক্ষার্থীর অধিকার।
সংগঠনের বক্তব্যে বলা হয়
সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বেসরকারি ও কিডারগার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এটি হবে চরম বৈষম্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কিডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও কিডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
তাঁরা অভিযোগ করেন, ২০১৯ সাল পর্যন্ত কিডারগার্টেন শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারলেও ২০২২ সাল থেকে তা বন্ধ হয়ে গেছে, যা চরম বৈষম্যের শামিল। নেতৃবৃন্দ বলেন, “শিক্ষা একটি মৌলিক অধিকার। অথচ কেবল প্রতিষ্ঠান ভিন্ন হওয়ার কারণে কোমলমতি শিক্ষার্থীরা বঞ্চিত হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তাঁরা আরও জানান, বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
তারা অবিলম্বে কিডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ঘোষণা না করলে দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট