 
																
								
                                    
									
                                 
							
							 
                    
সোহেল রানা (নওগাঁ) প্রতিনিধি।
গতকাল নওগাঁর মান্দায়  আজ ১২ ই আগস্ট/২৫ বিকেল  ৩ঘটিকায় মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। উপজেলা যুব অফিসার ইবনু সাব্বির আহমেদের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার  আক্তার জাহান সাথী। যুবকরায় পারে সামাজিক ,অর্থনৈতিক উন্নয়ন সাধন করে বেকারত্ব দূর করতে।  আগামী দিনে  যুবকদের উপরে নির্ভর করবে সমাজ দেশ এবং জাতি।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ” প্রযুক্তি নির্ভর যুবশক্তি,  বহু পাক্ষিক  অংশীদারীতে অগ্রগতি”।
বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য প্রদান করেন মান্দা উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক। তিনি বলেন, যুব সমাজকে মোবাইলের দিকে আসক্তি না হয়ে যুবউন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে দেশ এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, “যুব সমাজ একটি দেশে সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে এই শক্তিনে সঠিক পথে কাজে লাগাতে হবে। আমাদের তরুণদের মধে নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে হবে।
তাহলে তারা শুধু নিজের উন্নয়ন নয়, সমাজ ও দেশের সার্বিন অগ্রগতিতেও অবদান রাখতে পারবে।”