 
																
								
                                    
									
                                 
							
							 
                    
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগদা থানা জামায়াতের আমীর মাওলানা ইসহাক এবং সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। এছাড়াও ইসলামিক ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, শিক্ষক সমিতিসহ জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং একটি নৈতিক, আদর্শিক সমাজ গঠনের লক্ষ্যে ইসলামী রাজনীতির গুরুত্ব তুলে ধরা। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এ ধারা অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং আগ্রহ সহকারে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে।