 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মুহাম্মাদ রাকিব , সদর প্রতিনিধি
সাগরকন্যাখ্যাত পটুয়াখালী জেলার স্বাস্থ্যখাতে বর্তমানে এক মারাত্মক বিপর্যয় চলছে যতই দিন যাচ্ছে এর ক্ষতিকর প্রভাব আরও বেশি অনুভূত হচ্ছে। স্বাস্থ্যসেবার মান কমে যাওয়া, প্রয়োজনীয় জনবলের অভাব, এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। যার মধ্যে জনবল সংকট, বেতন হীন কর্মী, চিকিৎসা সেবার অভাব, দুর্নীতি, ভৌত অবকাঠামোর অভাব, সংস্কারের অভাবগুলো অন্যতম। ২৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ কতৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী ১ম, ২য়, ৩য়, ৪ র্থ গ্রেডের মঞ্জুরীকৃত ৪০৮ জন কর্মকর্তা, কর্মচারী জায়গায় কর্মরত আছেন ২৫৫ জন বাকি ১৫৩ টি পদ শূন্য রয়েছে। মঞ্জুরীকৃত ৫৯ জন চিকিৎসকের পদে কর্মরত ১৮ জন, ৩য় শ্রেনীর কর্মচারী জনের মধ্যে কর্মরত ৪৩ জন, ৪র্থ শ্রেণীর ১০৬ জনের মধ্যে ১৮ জন। পটুয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের দেয়া তথ্য মতে, বক্ষব্যাধি ক্লিনিক সহ পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, কুয়াকাটা, কাঠালতলী হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স এ মঞ্জুরীকৃত ১৪৩ জন চিকিৎসক এর মধ্যে ৪৪ জন কর্মরত বাকি ৯৯ জন চিকিৎসক নেই ৬ ষ্ট গ্রেটভুক্ত ৬৬ পদের মধ্যে কর্মরত ১৫ জন বাকি ৫১ টি পদ শূন্যতার ফলে অনেক জায়গায় চিকিৎসকই নেই। আবার রাঙ্গাবালী উপজেলায় হাসপাতালই নেই। এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান শীর্ঘই সংকট কেটে যাবে বলে আশ্বস্থ করে বলেন , শুধু পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নয় পুরো জেলায় চিকিৎসক সংকট তবে বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে শীর্ঘই সংকটের সমাধান হবে ইনশআল্লাহ ।