 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মুহাম্মদ তোয়াহার উদ্দিন (স্টাফ রিপোর্টার)
অদ্য ১১ই আগষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম স্বাক্ষরিত অফিস আদেশে জানা যায় যে, ‘চকরিয়া সিটি কলেজে’এর (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি’র) সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ চকরিয়া পৌরসভা ও চকরিয়া উপজেলা BNP ‘র সাবেক সাধারণ সম্পাদক, চকরিয়া পৌর জিয়া পরিষদের বিপ্লবী আহবায়ক এবং চকরিয়া পৌরসভার আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক অধ্যাপক মুহাম্মদ এডভোকেট ফখর উদ্দীন ফরায়েজী । তাহার মত যোগ্য, প্রজ্ঞাবান, দুরদর্শি পরিচ্ছন্ন শিক্ষাবিদকে সভাপতি হিসেবে পেয়ে অত্র কলেজের সকল পর্যায়ের অধ্যক্ষ,অধ্যাপক, প্রভাষক সহ কর্মচারীরা উৎফুল্ল এবং উচ্ছ্বসিত। এলাকাবাসী এবং অভিভাবকদের আশা, তাহার সুযোগ্য নেতৃত্বে কলেজের পড়ালেখার মানোন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে অনন্য ভুমিকা রাখবেন এবং পরিচ্ছন্ন নিয়মিত গুরুত্বপূর্ণ কমিটি গঠন করে সকল স্তরের মানুষের ভরসার আশ্রয় স্থল হিসেবে গণ্য হবেন। উল্লেখ্য যে তিনি চকরিয়া আবাসিক মহিলা কলেজের সভাপতি হিসেবে ও অত্যন্ত সুচারু ভাবে দ্বায়িত্ব পালন করে সুনামে ভাসছেন।এর ধারাবাহিকতায় তিনি চকরিয়া সিটি কলেজে ও পড়ালেখার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানান। আরও জানান দলমত স্বজন প্রীতির উর্ধ্বে উঠে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করণের অভিমত ব্যক্ত করেন এবং এলাকাবাসীর তার উপর দৃঢ বিশ্বাস রাখেন।তার যোগ্যতার সফলতার ধারাবাহিকতা আরো বৃহত্তর পর্যায়ে আসীন হোক এ প্রত্যাশা আপামর জনতার।চকরিয়া পৌরসভার আগামী কাণ্ডারী হিসেবেও এলাকাবাসী তাকে সেবক হিসেবে পেতে চান।