বাংলাদেশ জামায়েত ইসলামি পিরোজপুর জেলার,
নেছারাবাদ থানার ৭নং গুয়ারেখা ইউনিয়নের ২ও৩ ওয়াড সেন্টার কমিটি গঠন হয়।১৫ আগস্ট ২০২৫ (শুক্রবার) বিকাল ৫টা। গুয়ারেখা রাব্বানিয়া দাখিল মাদ্রাসা।প্রধান অতিথি :আবুল কায়েছ আলামিন সবুজ (ঢাকা আদাবর থানা সভাপতি, বাংলাদেশ জামায়েত ইসলামি)।সভাপতি ছিলেন :বাবুল মাস্টার, ৭ নং গুয়ারেখা ইউনিয়ন সভাপতি। এবং উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের অন্যান্য দ্বায়িত্বশীলেরা উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভোটারেরা। সাধারণ মানুষের মধ্য থেকে অনেকে বক্তব্য রাখেন এবং তারা বলেন :বাংলাদেশ কে একটা উন্নত দেশ হিসেবে দেখতে চায় তারা প্রতিশ্রুতি দেয় জামায়েত ইসলামের পাশে আছে।
মো:রিয়াজুল ইসলাম
নেছারাবাদ থানা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫ইং