মুহাম্মাদ রাকিব, সদর প্রতিনিধি
পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী শহীদুল হাওলাদার ও তার ছেলে মানিক হাওলাদার কে রবিবার (১৭ আগষ্ট ২০২৫) সকাল ৮:৩০ মিনিটের বেড়ধক মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা তারা দুজনেই বর্তমানে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ভুক্তভোগী শহীদুল হাওলাদার জানান, আমি দীর্ঘ ৩০ বছর যাবত ঢাকায় কুলির কাজ করে বিভিন্ন সময়ে বর্তমান জমির মূল্যের ৩,২১,০০০ টাকা আমার চাচাতো ভাই ইউনুস হাওলাদার কে প্রদান করি জমি ক্রয়ের জন্য সে আমাকে টাকা জমি কিছুই দেয়নি। আমি বিভিন্ন সময় টাকা চাইলে সে দেয়ার কথা বলেছে। অনেকবার স্থানীয় লোকজন শালিসের মাধ্যমে আমার টাকা ফেরত দিতে বললেও সে দেয়নি। সর্বশেষ গত রবিবার আমি টাকা চাইলে নাসির হাওলাদার, আয়েল উদ্দিন হাওলাদার, রফিজ হাওলাদার, রাসেল হাওলাদার, মোতাহার হাওলাদার, ইলিয়াস হাওলাদার, বশির হাওলাদার দেশীয় অস্ত্র দা, ছেনা, রড দিয়ে আমার উপর আতর্কিত হামলা চালায়। আমার ছেলে মানিক হাওলাদার দৌড়ে বাঁচাতে এলে তাকেও মারধর করেন। আমি জেলা ও উপজেলা প্রশাসনের কাছে এর বিচার চাই। অপর ভুক্তভোগী মানিক হাওলাদার জানান, আমাকে বাবাকে মারধর করে দেখে আমি বাড়ি থেকে দৌড়ে গেলে সন্ত্রাসীরা আমার উপর ও হামলা করে। আহত শহীদুল হাওলাদার এর স্ত্রী খাদিজা বেগম জানান, আমার ছেলে ও স্বামীকে বেড়ধক মারধর করেছে সন্ত্রাসীরা আমি এর বিচার চাই।