ডেক্স নিউজ
জুলাই বিপ্লবে ছাত্র-জনতা গনহত্যা ও আন্দোলন দমনে আওয়ামী পরিকল্পনার প্রধান সহযোগী ছিলো জোট শরীক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।
আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামীলীগের সাথে কয়েকবার বৈঠকও করেছেন রাশেদ খান মেননরা।
বিপ্লব পরবর্তী বাংলাদেশে রাশেদ খান মেনন গ্রেফতার হয়ে জেলে রয়েছেন।
কিন্তু এখনো ধরা ছোয়ার বাইরে রাশেদ খান মেননের সহযোগী ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন।
চালিয়ে যাচ্ছেন দলীয় কার্যক্রম, যোগাযোগ রাখছেন আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে।
এমতাবস্থায় আবুল হোসেনের মতো আওয়ামী সহযোগীদের গ্রেফতার দাবি করেছেন NCP, সাবেক ছাত্র ইউনিয়ন সহ জুলাই বিপ্লবে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা।
তারা বলেন” ওয়ার্কার্স পার্টির নেতারা জুলাই বিপ্লবে আওয়ামীলীগের সাথে এক হয়ে ছাত্র-জনতার উপরে হামলে পড়েছিলো!
মেনন-আবুলদের মত নেতারা লীগের শীর্ষ পর্যায়ে বৈঠক করে আমাদের জুলাই আন্দোলনের উপরে পুলিশ-প্রশাসন লেলিয়ে দিয়ে গনহত্যা চালিয়েছিলো!
বিপ্লবোত্তর বাংলাদেশে এদের বিচার অবশ্যই হতে হবে।”
উল্লেখ্য ওয়ার্কার্স পার্টি নেতা আবুল হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের ভগ্নিপতি।