
মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর-০১ কচুয়া আসনে গণঅধিকার পরিষদ ও বিএনপির উদ্যোগে এক সমঝোতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সমঝোতা কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা চাঁদপুর কচুয়া ১ আসনের সংসদীয় প্রার্থী এনায়েত হাসিব।
এনায়েত হাসিব বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। চাঁদপুর-০১ কচুয়া আসনে এই সমঝোতা কর্মসূচি আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।