রেদোয়ান তালুকদার,স্টাফ রিপোর্টার পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়ন পরিষদে নতুন জন্মনিবন্ধন রেজিষ্ট্রেশন করতে পারছেন না আবেদন কারীরা!
BDRIS ওয়েবসাইট নিচ্ছে না আবেদন কারীদের ফোন নম্বরে পাঠানো OTP.
ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপরেটর জানান OTP সাবমিট করলে “Application Failed” লেখা দেখায়।
এমতাবস্থায় ব্যাহত হচ্ছে ইউনিয়ন পরিষদের সেবা,
অনেক নাগরিকই জন্ম নিবন্ধন সংক্রান্ত সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এরকম সমস্যা বেশ কিছুদিন থেকেই হচ্ছে!
কখনো কখনো ওয়েবসাইটে প্রবেশই করা যাচ্ছে না।
এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত সমস্যার দ্রুক সমাধান চেয়েছেন এলাকাবাসী।