মনিরুল হক রাফি কক্সবাজার উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া থানার আলোচিত অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান আরিফকে অবশেষে বদলি করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে উখিয়া থানা থেকে সরিয়ে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক টানাপোড়েন ও একাধিক বিতর্কিত ঘটনায় আলোচনার কেন্দ্রে ছিলেন ওসি আরিফ। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছিল, ক্যাম্প এলাকায় নানা অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা, প্রভাবশালী মহলের সঙ্গে বিরোধ এবং মামলার তদন্তে স্বচ্ছতার অভাব নিয়ে। এসব প্রেক্ষাপটেই তার বদলিকে “সময়ের প্রয়োজনীয় সিদ্ধান্ত” হিসেবে দেখছেন অনেকে।
এদিকে, নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি শিগগিরই উখিয়া থানায় যোগদান করবেন বলে জানা গেছে। স্থানীয় রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের প্রত্যাশা—নতুন ওসির যোগদানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং থানা কার্যক্রমে স্বচ্ছতা ফিরে আসবে।
ওসি আরিফের বদলিকে ঘিরে উখিয়ায় ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে “প্রশাসনিক কৌশলগত পদক্ষেপ” হিসেবে দেখছেন, আবার কারও মতে এটি উখিয়ার দীর্ঘদিনের অস্থির পরিস্থিতি সামাল দেওয়ার নতুন সুযোগ।