1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রংপুরের পীরগাছা উপজেলার ৩ নং ইটাকুমারী ইউনিয়ন নিকাহ্ রেজিষ্ট্রারের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

 

হাসান মোঃ মহসিন কামালঃ( ষ্টাফ রিপোর্টার)

 

রংপুর জেলায় পীরগাছা উপজেলার ৩ নং ইটাকুমারী ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রার মোঃ মামুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করেছে ভূক্তভোগী ও স্থানীয় জনগন।

জানা যায় গত ২০ নভেম্বর ২০২৪ ইং তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সাইদুজ্জামান স্বাক্ষরিত নিকাহ নামা ও তালাক রেজিষ্ট্রারের লাইসেন্স প্রদানের পত্র যাহার নং- ১০০০০০০০.১৩১.১১.০০৯.৮৯-১৯৫ স্মারকে রংপুর জেলার পীরগাছা উপজেলার ০৩ নং ইটাকুমারী ইউনিয়নে মোঃ মামুনুর রশিদ লিখিত ও মৌখিক পরীক্ষায় ৩য় স্থানে অবস্থান করার পরেও জেলা রেজিস্টার মোঃ রফিকুল ইসলাম ২০,০০০,০০/ ঘুষ গ্রহনের মাধ্যমে পরিক্ষায় প্রথম স্থানে থাকা মোঃ আল আমিন কে ব্যাতি রেখে মামুন আর রশিদ কে লাইসেন্স প্রদান করার জন্য আই জি আর অফিস ও আইন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়ে তাকে নিয়োগ দিয়ে ২০,০০০,০০/ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে প্রথম স্থানে থাকা আল আমিন উক্ত লাইসেন্স এর বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে স্থগিতাদেশ চেয়ে রিট করেন এবং হাই কোর্ট উক্ত স্বারক নং প্রদানকৃত লাইসেন্স এর বিরুদ্ধে উক্ত নিকাহ্ নামা রেজিষ্ট্রারের যাবতীয় কার্যক্রম বন্ধের আদেশ প্রদান করে রুল জারী করলেও জেলা রেজিস্টার মোঃ রফিকুল ইসলামের ইশারায় ৩ নং ইটাকুমারী ইউনিয়নের নিকাহ্ নামা সহ যাবতীয় কার্যক্রম ও নানা রকম দূর্নীতি ও অনিয়ম করে আসছেন মোঃ মামুন অর রশিদ। এসম্পর্কে জানতে মোঃ মামুন অর রশিদ মুটোফোনে জানান আমি নিয়োগ প্রাপ্ত বৈধ কাজী জেলা রেজিস্টার কে ২০,০০০,০০/ টাকা দিয়ে সুপারিশ নিয়ে মন্ত্রণালয়ের আরও ১০,০০০,০০/ টাকা দিয়ে নিয়োগ পেয়েছি আমার নিয়োগের পর হাইকোর্টে মামলা হয়েছে আমি বৈধ কাজী। এব্যাপারে জেলা রেজিস্টার ও উপজেলা সাব-রেজিষ্ট্রার পীরগাছার সহিত সরাসরি ও মুটোফোনে যোগাযোগ করলে কোন সদুত্তর পাওয়া যায়নি। জেলা রেজিস্টার বলেন অনলাইনে দেখেন তার লাইসেন্স আছে। গত-০৮/০৬/২০২৫ ইং তারিখে কুড়িগ্রাম জেলার রাজারহাটের আলোচিত আনিছুর অপহরন হয় লালমনিরহাট জেলার তিস্তা বাসষ্ট্যান্ড হতে পরবর্তীতে অপহরনকারীরা আনিছুরকে মাইক্রোবাস যোগে পীরগাছা উপজেলার ৩ নং ইটাকুমারী ইউনিয়নের কালীগন্জ বাজারে জৈনক রিন্টু মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে অবরুদ্ধ করে মারপিট করে ও দেশী অস্ত্রের মুখে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে বরের ইচ্ছার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে নিকাহ্ নামা রেজিষ্ট্রার মামুন অর রশিদ শুধুমাত্র মোহরআনা ১৫,০০০,০০/- টাকা রেজিষ্ট্রার বহিতে উঠিয়ে ফাঁকা কাবিননায় জোড় পূর্বক বরের স্বাক্ষর গ্রহন করেন ঐ সময় বর অপহরন হওয়ার কারনে তাহার সহিত কোন আত্বীয়,বন্ধু- বান্ধব না থাকায় বর পক্ষের কোন স্বাক্ষী/ উকিল উপস্থিত ছিলোনা পরবর্তীতে ঐ নিকাহ্ রেজিষ্ট্রার বরের নিকট জোড় পূর্বক প্রতিটি ১০০/- মুল্যমানের ৯ টি মোট ৯০০/- টাকার ফাঁকা নন-জুডিশিয়াল ষ্টাম্পে স্বাক্ষর গ্রহন করেন। পরবর্তীকালে আপহরনে স্বীকার আনিছুরকে লালমনিরহাট থানা পুলিশ ও উলিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে গত-১০/০৬/২৫ ইং উক্ত বিয়ের কনে মোছাঃ আখিঁ আক্তাররে গ্রামের বাড়ী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উত্তর সাদুল্যা হতে ঘড়ে বন্দী অবস্থায় উদ্ধার করেন এবং পরের দিন অর্থাৎ গত- ১১/০৬/২৫ ইং তারিখে আনিছুর রহমান নিজে বাদী হয়ে লালমনিরহাট থানায় একটি মামলা দায়ের করেন যাহার নং২৫/৩২৯,

ধারা-৩৪২/৩২৩/৩৬৫/৩৭৯/৩৮৬/৩৮/৩৪

পেনাল কোর্ড। মামলাটি আদালতে বিচারাধীন।উক্ত নিকাহ্ নামার বিষয় নিকাহ্ রেজিষ্ট্রারের মুটো ফোনে জানতে চাইলে তিনি জানান আমি বর পক্ষের কোন স্বাক্ষী/ উকিল পাইনি আমি ঢাকায় আছি বরকে কাবিন নামা বাতিলের আবেদন করতে বলেন আমি গিয়ে সাব-রেজিষ্ট্রার ও জেলা রেজিষ্ট্রারের সাথে কথা বলে অবগত করে বর পক্ষের সাক্ষী না থাকায় আবেদনের ভিক্তিতে কাবিন টি বাতিল করে দিবো। নিকাহ্ রেজিষ্ট্রারের কথার উপর ভিক্তি করে অদ্যা ঐ বিয়ের বর আনিছুর রহমান ও তার বড় ভাই মোখলেছুর রহমানের সহিত যোগাযোগ করে জানা যায় ৩ নং ইটাকুমারী ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার মোঃ মামুন অর রশিদ মোটা অংকের টাকা গ্রহন করার পর তাদের কে গত-২৭/০৭/২৫ ইং নিকাহ্ বাতিলের প্রত্যয়ন ও গত-১৭/০৮/২৫ ইং নিকাহ্ বাতিলের সার্টিফাই কপি প্রদান করেছেন। উক্ত নিকাহ্ রেজিষ্ট্রারের বিরুদ্ধে এমন অনেক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহীনি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট