মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
চা শ্রমিকের সেবক সংগঠন ও গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক এবং সততা সমাজ কল্যাণ সংস্থার পরিচালনায়।
আজ (২৪ আগষ্ট, রবিবার) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গিলানী চা বাগানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপণ কর্মসূচি ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২ ঘটিকার সময় স্থানীয় চা শ্রমিকদের জন্য উন্মুক্ত এই কর্মসূচি পরিচালিত হয়, ২৬৬ জন মহিলা পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের পক্ষে হতে ১০ টি গাছের চারা রোপণ করা হয় মন্দির ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে।
সততা সমাজ কল্যাণ সংস্থার সদস্য ও সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম অনিক,মোঃ ছায়েদ আলী, মোঃ সুয়েল রানা, মোঃ রমজান আলী, ইমরান হোসেন,শান্ত মৃর্ধা দীপক, ইয়াসিন আহমেদ।
চা শ্রমিকদের সেবক সংগঠনের যারা উপস্থিত ছিলেন সভাপতি বিষ্ণু হাজরা রাজুু,সাংগঠনিক সম্পাদক-রুপম তাঁতী, প্রচার সম্পাদক -বাবলু তন্তবায় দীপু, ত্রান বিষয়ক সম্পাদক – শান্ত মৃর্ধা দীপক, উপদেষ্টা – সন্তোষ লোহার।
গিলানী চা বাগানের স্থানীয় উপস্থিত ছিলেন, প্রদীপ বুনার্জী, সজল চৌহান, সাজীব বুনার্জী, দুলন মৃর্ধা, জয়দেব তাঁতী ও আকাশ তাঁতী প্রমুখ।
সততা সমাজ কল্যাণ সংস্থার সেচ্ছাসেবী জানান, এই কর্মসূচির মাধ্যমে অনেক মানুষ প্রথমবারের মতো নিজের রক্তের গ্রুপ জানতে পারছেন, যা ভবিষ্যতে জরুরি প্রয়োজনে কাজে আসবে। এছাড়াও এটি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছে।
সততা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম নিয়মিত ভাবে বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।
গিলানী চা বাগানের চা শ্রমিক জননী রায় বলেন, সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আরও বললেন, শ্রীমঙ্গল থেকে এসে, সততা সমাজ কল্যাণ সংস্থা আমাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেন।