মোঃহাফিজুর রহমান(উপজেলা প্রতিনিধির মধুপুর টাঙ্গাইল)
আজ(২৫আগস্ট২০২৫)ইং রোজ সোমবার টাঙ্গাইল মধুপুরে ব্যস্ত রাস্তা উপর দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন।
জানাযায় জন,চলাচলের বিঘ্নতা তৈরি করে, মালামাল বিক্রয়ের অপরাধে কতিপয় দোকান মালিক কে অর্থদণ্ড ও মালামাল জব্দ করা হয়।
এ সময় জানা যায়, বারবার মাইকিং এর মাধ্যমে ফুটপাত দখল মুক্ত করার আহব্বান করা হয়। কিন্তু কতিপয় দোকানদার আদেশ অমান্য করে, মধুপুর পৌরসভায় ফুটপাত দখল করে জনগণের চলার পথে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি চলমান রাখে। এই দৃষ্টি সাধারণ জনগণের আকর্ষণ করে।
কিন্তু মাইকিং এর সুফল পৌরবাসী পায়নি বিধায় সাথী মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন,।
এবং দুই ব্যবসায়ীকে ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং রাস্তায় রাখা মালামাল জব্দ করা হয়।
আর ও বিশেষ দৃষ্টিকোচার হয় যে–কিছু ব্যবসায়ী ফুটপাতের টাইলস নষ্ট করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়।
এ সময় আরো জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান।