রুহুল আমিন,ঢাকা,জেলা প্রতিনিধি
গত কাল বিকেলে ঢাকা কেরানিগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত অবস্থায় পৃথক স্থান থেকে নারী ও শিশু সহ চারজনের লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
তবে তবে লাশের খোজ ১৬ ঘন্টা পার হলেও এখনো মেলেনি চারজন লাশের পরিচয়।
লাশের বর্তমান অবস্থান নবাব স্যার সলিমুল্লা কলেজের মর্গে রাখা রয়েছে,
ঘটনায় রবিবার ২৪ আগস্ট বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক আকারে দুটি মামলা হয়েছে । ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম গতকাল বলেছেন,বুড়িগঙ্গা নদী থেকে নারী,শিশুসহ অজ্ঞাতঅবস্থায় চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও কেরানীগঞ্জ মডেল থানায় পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তবে,এ নিয়ে নৌ পুলিশ তদন্ত করছে
নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মুক্তার হোসেন বলেন,বুড়িগঙ্গা নদী থেকে পাওয়া নারী ও শিশুসহ চারজনের লাশের খবর ইতিমধ্যে সব থানাতেই গত কাল পৌঁছানো হয়েছে।
পিবিআই ও সিআইডির ফরেনসিক দল আঙ্গুলের ছাঁট নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করছে।
লাশের সন্ধান নিয়ে নবাব স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ময়নাতদন্তের টিম বলছে গতকালই স্যার চারটি লাশের ময়নাতদন্ত হয়েছে বলে জানিয়েছেন।