মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন আধা কিলোমিটার রাস্তা এবার মুগ্ধতার নতুন সংজ্ঞা তৈরি করেছে, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের উদ্যোগে এই সড়ক জুড়ে আঁকা হয়েছে মনোমুগ্ধকর আল্পনা, শ্রীমঙ্গল উপজেলার পর্যটনের অন্যতম ব্যস্ততম ভানুগাছ রোডের বিটিআরআই পয়েন্ট থেকে শুরু করে বিটিআরআই সংলগ্ন ব্রীজ পর্যন্ত, রাস্তার দুই পাশে আল্পনার বৈচিত্র্য নজর কাড়ছে স্থানীয়রা ও ভ্রমণপিপাসুদের, রাস্তার দুপাশজুড়ে বিস্তৃত সবুজ চা বাগানের মধ্যে আঁকা এই আল্পনা গুলো যেন প্রকৃতির সঙ্গে এক অপূর্ব শিল্পসম্মত মিলন ঘটিয়েছে, ভাইরাল এই রাস্তা দেখা ও ছবি ভিডিও করার জন্য বিভিন্ন জেলা থেকে পর্যটন আসেন, প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত পর্যটনের ভিড় লেগে থাকে এই রাস্তায়,এবং শ্রীমঙ্গলের স্থানীয় বাসিন্দা সপরিবার নিয়ে ঘুরতে আসেন, স্থানীয় এলাকা বাসী বলেন আল্পনার রঙে রঙিন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন স্যারকে।