1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঝলমলে রোদ্দুর শিক্ষার্থীদের সরব উপস্থিতি কুড়িগ্রামে জিপিএ–৫ উৎসব শুরু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম:


২৭.০৮.২০২৫ খ্রি.রাতভর মেঘের গর্জন। কোথাও কোথাও ভোররাতে বর্ষণ হয়েছে। এমন বৈরি আবহাওয়া বার্তার উপেক্ষা করে আজ বুধবার(২৭ আগস্ট) সকালে এমন ঝলমলে রোদ্দুর শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুল মাঠ মুখর হয়ে উঠে। সেখানে উৎসবমুখর পরিবেশে শিখো-প্রথম আলো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

সকাল সাড়ে আটটা থেকে শিক্ষার্থীরা রিভার ভিউ হাই স্কুল মাঠে আসতে থাকে। সঙ্গে অনেকের অভিভাবক এসেছেন। শিক্ষার্থীরা শুরুতে উৎসবস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। বৃষ্টির আতঙ্ক উপেক্ষা করে শিক্ষার্থীদের আনন্দে মেতে উঠতে দেখা যায়। অনেকদিন পর সহপাঠীদের পেয়ে একে অপরকে দেখে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। কেউ কেউ আবার প্রথম আলো বন্ধুসভার সেলফি জোনে গিয়ে সেলফি তোলে।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ শ্লোগানে শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর আয়োজনে সকাল ৯টা থেকে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উৎসব শুরু হয়। এবছর জেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৭৬৪ জন শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করেছিল। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৫৯ মিনিট। অনুষ্ঠানের উপস্থাপক আবদুর রহিম বাদশা মঞ্চে উঠেন। সাউন্ড যন্ত্রে শোনা যায়, ‘কেমন আছেন সবাই?’ মুহুর্তেই শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উচ্ছ্বাস ভরা আওয়াজ আসে, ভালো আছি। সকাল ১০টায় বন্ধুসভার সদস্যদের মঞ্চে উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর সম্প্রতি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ললিতকলা একাডেমী ও কুড়িগ্রাম বন্ধুসভা যৌথভাবে এবারের জিপিএ-৫ সংবর্ধনা উৎসব সংগীতের সাথে কোরিওগ্রাফি করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিবেদক জাহানুর রহমান।
৫০ কিলোমিটার দূর ভূরুঙ্গামারী উপজেলা থেকে এই উৎসবে অংশ নিয়েছে তাসনিম তৌহিদা তাসিন। সে এবার ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তাসনিম তৌহিদা বলে, ‘সকালে বৃষ্টি উপেক্ষা করে এখানে এসেছি। এখানে এসে ক্লান্তি ভুলে গেছি। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে। এক সঙ্গে এত বন্ধুর দেখা পেলাম। প্রথম আলো জিপিএ-৫ অনুষ্ঠান বন্ধুদের মিলনমেলায় পরিনত হয়েছে।’
রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌনিতা হাসান মৌমি এসেছিল মায়ের সঙ্গে। মা নাজনিন বেগম পেশায় গৃহিনী। তিনি বলেন, ‘আমি আমার মেয়ে ও তার বন্ধুদের সাথে আনন্দ শেয়ার করতে এসেছি। এতো বড় অনুষ্ঠানে মেয়ের সাথে আসতে পেরে নিজেকেও গর্বিত মনে হচ্ছে। মেয়ে জিপিএ-৫ পেয়েছে জন্য আমি এতো বড় অনুষ্ঠানে আসতে পেরেছি।’
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে উৎসবে এসেছেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, বিবিসির জরীপে ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি রিকতা আখতার, গ্রাম পাঠাগার আন্দোলনের উদ্যোক্তা জয়নাল আবেদীন, পিভিসি পাইপ দিয়ে টেলিস্কোপ তৈরির খুদে বিজ্ঞানী ফারাবী, কুড়িগ্রাম জেলার সেরা পাঠক সামিউল হক নান্টু, জ্যেষ্ঠ সাংবাদিক ও শিক্ষক সাহাব উদ্দিন প্রমুখ।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা জিপিএ-৫ পেয়ে প্রমাণ করেছো নিষ্ঠা, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। তোমাদের মনে রাখতে হবে জিপিএ-৫ হলো জীবনের প্রথম একটি ধাপ মাত্র। এই ফলাফলকে শেষ মনে করলে হবে না। আগামীর পৃথিবীতে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য তোমাদের চ্যানেলজ নিতে হবে। তোমাদের শৃজনশীলতা, প্রযুক্তিগত শিক্ষা ও বাস্তব জীবনমুখি শিক্ষায় শিক্ষিত হতে হবে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুখস্থবিদ্যা, মাদক ও মিথ্যাকে ‘না’ বলতে শপথ করান প্রথম আলোর রংপুরের সাবেক নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম আলো কুড়িগ্রাম জেলার সাবেক প্রতিনিধি ও কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সফি খান। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে পুরস্কার হিসাবে বই উপহার দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়িতার টিম ভ্রমর।
আয়োজনটির পাওয়ার্ড বাই অংশীদার ছিল কনকা-গ্রি। সহযোগিতায় ছিল কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আকিজ টেলিকম লিমিটেড, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা এবং প্রথম আলো বন্ধুসভা।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
০১৭১৮৬৮৫৪০৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট