মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল )
বৃহস্পতিবার(২৮আগস্ট)
বিকালে টাঙ্গাইলে মধুপুর উপজেলাধীন ২ নং মহিষমারা ৪ নং ওয়ার্ড নেদুর বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, টাঙ্গাইল ১ মধুপুর ও ধনবাড়ি আসনের বাংলাদেশ জতীয়তাবাদী দল বি এন পি-র ধানের শীষ মার্কার প্রতীকে মনোয়ন প্রত্যাশী,জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন সহেব এর পক্ষে ২নং মহিষমারা ইউনিয়ন বিএনপি’র বিগত সময়ে উন্নয়নের নেদুর বাজারের সর্বস্তরের লোকজনের মাঝে লিফলেট বিতরণ কারেন।
উক্ত লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্তিত ছিলেন,২নং মহিষমারা ইউনিয়ন বি এন পি র সভাপতি, জনাব, মোঃ আব্দুল হাকিম খান। এবং স্বেচ্ছাসেবক দল প্রস্তাবিত সদস্যসচিব মধুপুর উপজেলা বিএনপি জনাব মোঃ ইয়াসিন আলী,
২ নং মহিষ মারা ইউনিয়ন কৃষক দলের সভাপতি,মোঃ দুলালুর রহমান, ২ নং মহিষ মারা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, জনাব মোঃ শাহাদত হোসেন, সভাপতি ২ং মহিষমারা ইউনিয়ন ছাত্র দল,
মিজানুর রহমান (মিজান) সাংগঠনিক সম্পাদক বিএনপির কৃষক দল, উপস্থিত ছিলেন মো্ঃ মাহবুবুর রহমান (মুকুল) যুবদল,মোঃ মফিজুল ইসলাম, আব্দুল হাই, আতাউল্লাহ,ইউসুফ আলী, সোলায়মান,মাসুদুর রহমান, মোহাম্মদ তারেক, মোঃ শামীম সহ অত্র ইউনিয়নের যুবদল কৃষক দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে, লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রাখেন। পরে দলীয় কার্যালয় একটি সংক্ষিপ্ত আলোচনা করেন, সংক্ষিপ্তে বক্তব্যের সভাপতি হাকিম খান বলেন, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন সাহেবের বিগত সময়ে উন্নয়নের কথা স্মরণ করেন। সকলের উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, ধানের শীষ মার্কার ভোট প্রার্থনা করে উনার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করেন।