নিজস্ব (প্রতিবেদক)
লালমোহন (ভোলা) — মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন একতাবন্ধন সোসাইটি তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে উদযাপন করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটি, ঢাকাস্থ উপ-কমিটি ও বিভিন্ন এলাকার সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজনের মধ্যে ছিল— ক্রীড়া প্রতিযোগিতা, কেক কাটা, দোয়া মাহফিল এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন।
প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মানিক মিয়া এবং বিশেষ অতিথি সোহানসহ আরও অনেকে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “মানবিক কাজে তরুণদের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আগামী দিনে একতাবন্ধন সোসাইটি সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
সংগঠনের সভাপতি জাহিদ হাসান শামীম বলেন, “আমরা এক বছরের পথচলায় ছোট ছোট মানবিক উদ্যোগ গ্রহণ করেছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও বৃহৎ আকারে সমাজসেবামূলক কার্যক্রম হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, প্রতিষ্ঠাতা নাজিম উদ্দীন, সহ-সভাপতি জাকির হোসেন ও নূর-আলম, ঢাকাস্থ উপ-কমিটির সভাপতি মাইদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইমনসহ সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
প্রতিষ্ঠাতা নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, “একতাবন্ধন সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। গত এক বছরের সাফল্য সম্ভব হয়েছে সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের শ্রম, অর্থ, সময় এবং পরামর্শের কারণে। এটি সবার সংগঠন, ভবিষ্যতেও সমাজসেবায় কাজ করে যাবে।”
অনুষ্ঠানে দানশীল প্রবাসী সদস্যদের বিশেষ অবদানের কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। দিনশেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।