আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
৩০ আগস্ট চট্টগ্রাম মহানগরীর মতিয়ারপোল মহল্লা কমিটি আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে। অংশগ্রহণকারী ৮টি টিমের মধ্যে ফাইনালে উর্ত্তীন হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অসি মিয়া স্মৃতি সংসদ এবং রানার্সআপ হয় নুর আহমদ স্মৃতি সংসদ। রমজান আলী মিন্টুর পৃষ্ঠপোষকতায় ও হাজী আবদুর রহিম এর সভাপতিত্বে ও আরমান আলী, আমজাদ আলী রিয়াদ এবং আলী আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত টুর্নামেন্ট এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন আলহাজ্ব আবছার আহমদ শিবলু। প্রচুর দর্শক সমাগমে উপভোগ্য এই ফাইনালে উপস্থিত ছিলেন নগরীর মতিয়ারপোল মহল্লা কমিটির নুর আলী সর্দার, আবদুল বাকী, নাহিদ মুরাদ মুন্না, ইউসুফ টুটুল, মফজল আলী, শেখ ইয়াছিন নওশেদ, রহিম উল্লা,এখলাছুর রহমান, আজগর আলী, আবুল কালাম আজাদ রবিন,আসিফ,বিজয়, অন্তু,মোস্তাফিজসহ টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ।