
রুহুল আমিন ঢাকা (জেলা,প্রতিনিধি)
বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলের বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের পাঁচ শতাধিক কর্মীরা;
ফলে বন্ধ হয়েছে যান চলাচল,ভোগান্তিতে সাধারণ মানুষ। দুপুর ১২ টার পরে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের পাঁচ শতাধিক কর্মীরা অবরোধ করে বিক্ষোভে নেমেছে বন্ধ জান চলাচল ভোগান্তিতে সাধারণ মানুষ।
তাদের দাবি ৫ মাসের বেশি সময় বেতন বকেয়া পরিশোধ করছে না এই পোষাক কারখানার মালিক কর্তৃপক্ষ। শ্রমিকরা বলছেন তাদের বেতন ভাতা সহ সকল সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শ্রমিকদের বৈষম্য করে আসছে,উপায় না পেয়ে তারা সড়ক অবরোধ করে তাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে,শ্রমিকদের আভি আদা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে পোশাক শ্রমিকরা।
ঘটনাস্থলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন গুলশনের অতিরিক্ত পুলিশ সুপার।
এদিকে সড়ক অবরোধে বন্ধ হয়েছে কুড়িল বিশ্বরোড সহ চারটি সড়ক সাধারণ মানুষের ভোগান্তি সহ সৃষ্টি হয়েছে যানজট।